LCD Module 20X4 একটি ডিসপ্লে বোর্ড। এর মধ্যে রয়েছে ৪ বিট ইন্টারফেস সুবিধা। সাধারণত এই ধরনের ডিসপ্লেতে কোন মেসেজ দেখানোর জন্য ১৬ টি পিনের কানেকশন সম্পন্ন করতে হয়। কিন্তু এই মডিউলের ক্ষেত্রে মাত্র ৮ পিনের কানেকশন সম্পন্ন করলেই ডিসপ্লেতে মেসেজ দেখা যাবে।