ATtiny মাইক্রোকন্ট্রোলারটি ATmel (বর্তমানে Microchip) এর TinyAVR সিরিজের একটি অতিপরিচিত নাম। অতি ক্ষুদ্রাকৃতির এই chip টি আকৃতিতে ছোট হলেও Flash Memory, SRAM এবং EEPROM এ যথেষ্ট জায়গা রয়েছে। এটি ব্যবহার করে Analog, Digital, Interrupt, PWM, Timers, Comparators, SPI এবং I2C এর মত সকল সুবিধাই পাওয়া যাবে। Chip টিকে 20MHz Clock Frequency তে operate করা যাবে। সত্যিকার অর্থে যা অধিকাংশ 8-bit মাইক্রোকন্ট্রোলারকে হার মানায়।
অন্যান্য chip এর মত মাইক্রোকন্ট্রোলারকে শুধু পাওয়ার দিয়েই ব্যবহার করা যায় না। এর জন্য environment setup এর প্রয়োজন হয়। তাই এই ATtiny85 Breakout Board কে পাওয়ার দেওয়া থেকে শুরু করে Input-Output-Interfacing, Programming, Hardware Resetting এবং Output Monitoring ইত্যাদির মাধ্যমে সুসজ্জ্বিত করা হয়েছে।
ডিভাইসটির ব্যবহার সম্পর্কে জানতে "Documents" থেকে User Manual টি পড়ুন। ডিভাইসটি সম্পর্কে যে কোন ধরণের অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন টেকশপ-বাংলাদেশের হেলপ-লাইন নাম্বার 09 678 110 110 অথবা ওয়েবসাইটের ডান-পাশের নিচের দিক থেকে "লাইভ চ্যাট: আলাপ শুরু করুন" এ ক্লিক করুন।
Compatible with ATtiny85 Prog Shield (click here)