Automatic Battery Charge Controller মূলত 12V এর Sealed Lead Acid (SLA) Battery কে charge up করার জন্য, উপযুক্ত করে তৈরী করা হয়েছে ।
সার্কিটে Half-Wave Rectifier এবং Electrolytic Capacitor ব্যবহার করা হয়েছে Step Down Transformer এর AC আউটপুটকে DC তে convert করার জন্য । তাই সার্কিটের ইনপুটে আপনি সরাসরি Transformer ব্যবহার করতে পারবেন ।
12V ব্যাটারীর Full Charged Voltage কে 14.4V হিসাব করে Design করা হয়েছে । তাই ব্যাটারীর voltage যখনই 14.4V হয়ে যাবে, তখনই ব্যাটারী Transformer থেকে চার্জ নেওয়া বন্ধ করে দিবে । এতে করে ব্যাটারী over charging এর কারনে ফুলে যাওয়া বা damaged হওয়া থেকে নিরাপদ থাকবে ।
প্রায়শই দেখা যায় SLA Battery কিছুদিন ব্যবহারের পর Full Charge Voltage আর 14.4V এ rise হয় না । অর্থাৎ Maximum Charged Voltage এ সময়ে 12V, 10V বা অনেক সময় তারচেয়েও কমে আসে । তাই Full Charged Voltage কে customized করার জন্য সার্কিট টিতে একটি Variable Potentiometer ও রাখা হয়েছে । সুতরাং আপনি চাইলে Jumper Selector এর পজিশন পরিবর্তন করে Full Charged Voltage কে 14.4V থেকে customized করে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন ।
Automatic Battery Charge Controller কে আপনি দুইটি ভিন্ন ভিন্ন mode এ অপারেট করতে পারবেন । Jumper Selector এর পজিশন পরিবর্তন করে এই mood selection করা যাবে ।
Live Power Output Mode (ON):
এই mode এ ব্যাটারী একই সময়ে charge হবে এবং পাশাপাশি Input Voltage কে Output এ ব্যবহার করতে পারবেন । তাই এই mode এ বিদ্যুৎ থাকুক বা নাই থাকুক, আউটপুট সবসময় ON থাকবে । অর্থাৎ বিদ্যুৎ থাকলে আউটপুটে আপনি Transformer এর Voltage পাবেন । অপরদিকে বিদ্যুৎ না থাকলে আউটপুটে Battery এর Voltage পাবেন । তাই এই mode এ আপনি একটি DC IPS এর feature পাবেন ।
Live Power Output Mode (OFF):
এই mode এ বিদ্যুৎ থাকলে আউটপুট বন্ধ থাকবে এবং ব্যাটারী এসময় চার্জ হতে থাকবে । কিন্তু বিদ্যুৎ চলে গেলেই আউটপুট ON হয়ে যাবে । তাই এই mode ব্যবহার করে আপনি লোডশেডিং এর সময় DC Fan অথবা DC Light চালু রাখতে পারবেন ।
Automatic Battery Charge Controller কিভাবে ব্যবহার করবেন ?
You'll also need:
Transformer 12V (3A) - (required)
Power Cable 2 pin - (required)
.
Specification
Input Voltage: 12V (AC or DC)
Input Current: 3A (Depends on battery charging current.)
Output Voltage: 12V DC (Depends on Battery Voltage and Charging Voltage)
Output Current: Maximum 10A (Depends on the selected source and load)